প্রকাশিত: Fri, Jan 26, 2024 10:36 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 PM

[১] রমজানে বাজার স্থিতিশীল থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

আরমান কবীর, টাঙ্গাইল :[২]  আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের  সঙ্গে আমরা বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিলো। সেই শুল্ক আমরা যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটা ঘোষণা আসবে। 

 [৩] তিনি আরো বলেন- অতি দ্রুতই ভারত থেকে ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। আশা করছি রমজানের আগেই পেয়ে যাবো। এছাড়াও ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে। 

[৪]তিনি আরো বলেন, শুধু রমজান নয় আগামী ৩ মাসের চাহিদা অনুযায়ী চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সামগ্রী মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন রমজান মাসের আগে সকল নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫টি পণ্য দেয়া হবে। 

[৫] শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে তার নিজ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের  সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রতিমন্ত্রী। সম্পাদনা : মুরাদ হাসান